আমাদের অর্জন সমূহঃ
১৯৬২-৬৩ অর্থবছরে ৫০ হাজার মেঃ টন সার সংগ্রহ ও বিতরণের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সার ব্যবস্থাপনা বিভাগ এর কার্যক্রম শুুরু হয় এবং ১৯৯১-৯২ অর্থবছর পর্যন্ত সরকারি পর্যায়ে এককভাবে বিএডিসি কর্তৃক সার বিতরণ কার্যক্রম চালু থাকে । পরবর্তীতে সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৯৯২-৯৩ সাল হতে ২০০৫-০৬ অর্থবছর পর্যন্ত বিএডিসি’র সার বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। গত ২০০৬-০৭ অর্থবছর হতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিএডিসি পুনরায় সীমিত আকারে নন-ইউরিয়া (টিএসপি ও এমওপি) সার আমদানি ও বিতরণের কার্যক্রম শুরু করে। টিএসপি ও এমওপি সার আমদানি ও বিতরণে বিএডিসি’র সাফল্যে সরকার বিএডিসি’কে ডিএপি সার আমদানি ও বিতরণের দায়িত্ব প্রদান করে। বর্তমানে রাষ্ট্রীয় চুক্তির আওতায় তিউনিশিয়া ও মরক্কো হতে টিএসপি সার, সৌদি আরব ও মরক্কো হতে ডিএপি সার এবং বেলারুশ, রাশিয়া ও কানাডা হতে এমওপি সার আমদানি কার্যক্রম অব্যাহত আছে।
আমদানিকৃত সার বিএডিসি’র নিবন্ধিত ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট ভর্তুকিমূল্যে বিক্রয় করা হয়। তাছাড়া প্রাতিষ্ঠানিক কোটায় বিভিন্ন সংস্থা/বিভাগের নিকটও ভর্তুকিমূল্যে সার বিক্রয় করা হয়।
গত ২০১৯-২০ অর্থবছরে কুষ্টিয়া অঞ্চলে সর্বমোট ৫৩৬৫৪.০০০ মেঃ টন নন-নাইট্রোজেনাস সার মজুদভূক্ত হয় এবং উক্ত অর্থবছর ও পূর্ববর্তী অর্থবছর সমাপ্তিতে মজুদ সার হতে ৫১০৩৯.০০০ মেঃ টন নন-নাইট্রোজেনাস সার ডিলারদের মাধ্যমে বিক্রয় করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS